কলকাতা, ২৩ সেপ্টেম্বর:- আসন্ন শারদ উৎসব উপলক্ষে রাজ্য বিদ্যুৎ দপ্তর আজ থেকে স্পেশাল কন্ট্রোলরুম চালু করল। কন্ট্রোল রুম চালুর পর সল্টলেক বিদ্যুৎ ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন জগদ্ধাত্রী পুজো অবধি অর্থাৎ আগামী ৫ই নভেম্বর পর্যন্ত ২৪ ঘণ্টায় এই কন্ট্রোল রুম চালু থাকবে।ডিরেক্টর Distribution পার্থ প্রতিম মুখার্জি এবং চিফ ইঞ্জিনিয়ার (ডিস্ট্রিবিউশন) সুনিত মুখার্জি এই কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন। তিনি বলেন WBSEDCL এর গ্রাহক র টোল ফ্রি নম্বর 19121, এবং কন্ট্রোল রুমে 8900793503 /8900793504 এবং CESC র গ্রাহক র 1912 টোল ফ্রি এবং 9831079666 এবং 9831083700 নম্বর এ যোগাযোগ করতে পারেন। রাজ্য জুড়ে ১৫৩৬ টি বিদ্যুৎ অফিসে খোলা থাকবে।
বিদ্যুতের কোনো রকম সমস্যা মোকাবিলায় দপ্তরের সিনিয়র অফিসার র দায়িত্বে থাকবেন।৩ হাজার ২৯০ টি মোবাইল ভ্যান কে প্রস্তুত রাখা হয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য বিভিন্ন রকম মেরামতির কাজ এবং গাছের ডাল কাটার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। মন্ত্রী বলেন, পুজোর সময় পুজোর সময় কোনরকম প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বিদ্যুৎ সংযোগ ব্যাহত হলে টা দ্রুত ঠিক করতে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। শারদ উৎসবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য WBSEDCL এলাকায় ৪১ হাজার ২৩৭ টি আবেদন জমা পড়েছে যার বেশিরভাগ এর বিদ্যুৎ সংযোগ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। CESC অঞ্চলে এই সংখ্যা কমবেশি ৫০০০ বলে তিনি জানান। তবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় লাইসেন্সপ্রাপ্ত কন্ট্রাক্টর এর কাজ থেকে প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণ উল্লেখ করার জন্য বিদ্যুৎ মন্ত্রী সকলের প্রতি আবেদন করেন। এর ফলে বিদ্যুৎ বিভ্রাট হওয়ার সম্ভাবনা কম থাকে বলে শ্রী বিশ্বাস উল্লেখ করেন।