কলকাতা, ২২ সেপ্টেম্বর:- রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ডেঙ্গু, ম্যালেরিয়ার মত মশাবাহিত রোগ প্রতিরোধে বিধায়কদের সহায়তা চেয়েছেন। প্রত্যেক বিধায়ককে তিনি মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা প্রচার করতে নিজেদের এলাকায় শিবির করার অনুরোধ জানিয়েছেন। বিধানসভায় আজ রাজ্যে সাম্প্রতিক ডেঙ্গুর প্রকোপ নিয়ে এক প্রশ্নের জবাবে পুর মন্ত্রী বলেন, বিধায়কদের উচিৎ নিজের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এবং শিবির করে মানুষের মধ্যে সচেতনতা প্রচার করা।যাতে তাঁরা জল জমানো থেকে বিরত থাকেন।ডেঙ্গুর প্রকোপ রুখতে জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।
তিনি ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেেগ প্রকাশ করে বলেন, ওই রোগ ভয়াবহ আকার নিয়েছে। এর বিরুদ্ধে জয় পেতে গেলে ডেঙ্গু দমন অভিযানকে গণ আন্দোলনের চেহারা দিতে হবে। এদিকে ডেঙ্গু দমনে বিশেষ সাফাই অভিযান শুরু করার নির্দেশ দিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর আজ রাজ্যের প্রত্যেক পুরসভাকে চিঠি দিয়েছে। দুদফায় এই সাফাই অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে পুর মন্ত্রী জানিয়েছেন, সাধারণ মানুষকে সুলভে দুপুরের খাবার জোগাতে রাজ্যে বর্তমানে ২৬৭ টা মা ক্যান্টিন চালু রয়েছে। গত ২০২১-২২ অর্থ বছরে ওই ক্যান্টিন গুলি পরিচালনার জন্য চালানোর জন্য ১৫ কোটি ৫৮ লক্ষ টাকা ব্যায় করা হয়েছে।