কলকাতা, ২১ সেপ্টেম্বর:- বাম আমলে কলেজ শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় অধ্যক্ষের দ্বারস্থ হয়েছেন। বিধানসভায় আজ তিনি এই অভিযোগের নথিপত্র সহ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। শোভনদেব বাবু তাঁর অভিযোগে জানিয়েছেন, ২০০১ থেকে ২০০৮ সালের মধ্যে নিয়ম না মেনে বিভিন্ন কলেজে শিক্ষক নিয়োগ করা হয়েছে।
পাবলিক সার্ভিস কমিশনকে এড়িয়ে বেআইনি ভাবে কমিটি গঠন করে ওই শিক্ষকদের নিয়োগ করা হয়েছে। কোনও বিষয়ের শিক্ষক হতে গেলে স্নাতক স্তরে ওই বিষয়ে ৬৫ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। এই সব নিয়োগের ক্ষেত্রে সেই নিয়মও মানা হয়নি বলে তাঁর অভিযোগ।