এই মুহূর্তে কলকাতা

দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায় কাজুবাদাম চাষের পরিকল্পনা রাজ্যের।

কলকাতা, ২০ সেপ্টেম্বর:- রাজ্য সরকার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূল অঞ্চলের ধাঁচে দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকাতেও কাজু বাদাম চাষের পরিকল্পনা করছে। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী সুব্রত সাহা একথা জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে রাজ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় কাজুর চাষ হয়। ভূপ্রকৃতি গত ভাবে দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু এলাকার সঙ্গে ওই সব জায়গার সাদৃশ্য রয়েছে।

তাই পরীক্ষামূলক ভাবে সুন্দরবন সন্নিহিত এলাকায় কয়েক জায়গায় সরকারি ফার্ম খুলে পরীক্ষামূলক ভাবে কাজু চাষের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা নিরীক্ষা সফল হলে স্থানীয় মানুষদের এই কাজে উৎসাহ দেওয়া হবে। মন্ত্রী বলেন, কাজু চাষের উপযুক্ত জমি চিহ্নিত করার জন্য তাঁর দফতর দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে চিঠি দিচ্ছে। পঞ্চায়েত স্তরে স্থানীয় জন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেও বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।