এই মুহূর্তে কলকাতা

বিধানসভার অধিবেশনে স্লোগান, পিকেটিং বন্ধে সব বিধায়কদেরই সতর্ক করলেন অধ্যক্ষ।


কলকাতা, ১৯ সেপ্টেম্বর:- বিধানসভার অধিবেশনে কোনওরকম পোস্টার, ব্যানার নিয়ে স্লোগান, পিকেটিং না করার জন্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সমস্ত পক্ষের বিধায়কদের সতর্ক করে দিয়েছেন। আজ অধিবেশনের শুরুতেই বিধানসভার নিয়মাবলী উল্লেখ করে এ ব্যাপারে তিনি সকলকে সতর্ক করে দেন। উল্লেখ্য আজ কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে বিধানসভায় সরকার পক্ষের আনা নিন্দা প্রস্তাবের উপরে দ্বিতীয়ার্ধে আলোচনা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঐ প্রস্তাবের উপরে বক্তব্য রাখবেন। আলোচনার সময় অধিবেশন উত্তপ্ত হতে পারে। সে কারণেই আগেভাগে অধ্যক্ষ এ ব্যাপারে সমস্ত দলের সদস্যদের সতর্ক করে দিলেন বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৫ তারিখ বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে। অধিবেশন কক্ষ বেরিয়ে এসে বিরোধী দলের বিধায়করা বিক্ষোভ দেখান। অধিবেশন কক্ষ ছাড়েন শাসক-বিরোধী দু’পক্ষই। প্রথমে বিজেপি মুলতুবি প্রস্তাব আনে। সেই প্রস্তাব গৃহীত না হওয়ায় ওয়াকআউট করেন বিরোধীরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে একটা সময় দেখা যায় বিধানসভা কক্ষ ছেড়ে বেরিয়ে যান স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায়। কক্ষ থেকে বেরিয়ে যান তৃণমূল বিধায়করাও।