এই মুহূর্তে জেলা

২০২২ কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতলেন হাওড়ার ঐশ্বর্য মান্না।

হাওড়া, ১৯ সেপ্টেম্বর:- পার্কস্ট্রীট গণধর্ষণ কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মেয়েদের আত্মরক্ষায় স্কুলগুলোতে ক্যারাটে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছিলেন। সেই সময় ক্লাস সিক্সে পড়াকালীন স্কুলে ক্যারাটে প্রশিক্ষণের তালিম নিতে শুরু করেছিল হাওড়ার ঐশ্বর্য। ২০২২ এর কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সেই ঐশ্বর্য মান্না’ই ব্রোঞ্জ পদক জয়ী হয়েছেন। হাওড়ার ঐশ্বর্য মান্না ইংল্যান্ডের বার্মিংহামে ৮-১১ সেপ্টেম্বর আয়োজিত এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করেছেন। ঐশ্বর্যর বাড়ি হাওড়া ডুমুরজলার কলাবাগান লেনে।

শনিবার রাতেই তিনি হাওড়ার বাড়িতে ফেরেন। পরিবারে মেয়েকে নিয়ে খুশির হাওয়া। ঐশ্বর্য’র বাবা চঞ্চল মান্না মেয়ের এই সাফল্যে খুশিতে উদ্বেল। তিনি বলেন, পদক জয়ের পর শুধু অপেক্ষায় ছিলাম মেয়েকে কখন বাড়ি নিয়ে আসব। ঐশ্বর্য’র কথায়, অনুশীলনে কিছু খামতি ছিল তাই হয়তো সোনার পদক হাতছাড়া হয়েছে। এখন লক্ষ্য জাকার্তায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে সোনা অর্জন করা। এই প্রথম আন্তর্জাতিক স্তরে অনুর্ধ্ব ২১ বিভাগের প্রতিযোগিতায় পদক জিতলেন ঐশ্বর্য।