এই মুহূর্তে জেলা

শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জয় হিন্দ বাহিনীর মজবুত সংগঠনের লক্ষ্যে সাধারণ সভা।

হুগলি, ১৮ সেপ্টেম্বর:- আগামী দিনে জয় হিন্দ বাহিনী কিভাবে মানুষের পাশে থাকবে কিভাবে সরকার যে সমস্ত জনহিত কর প্রকল্পগুলো গ্রহণ করেছে সেগুলো মানুষের মধ্যে আরো কি করে বেশি ভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই বিষয়ে জোর দিতে আজকে নবনির্বাচিত শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ এই লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক করেন। মূলত আজকের বৈঠকে কিভাবে মানুষের পাশে আরো বেশি করে জয় হিন্দ বাহিনীর কর্মীরা পৌঁছাতে পারে এবং তাদের সুখ-দুঃখে পাশে থাকতে পারে, সেই বিষয়টির উপর জোর দেয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এদিনের বৈঠক থেকে সরকারি যে সমস্ত জনহীতকর প্রকল্পগুলি রাজ্য সরকার চালু করেছেন এগুলি ঠিকঠাক ভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা বা

তাদের কোন অসুবিধা হচ্ছে কিনা এই সমস্ত বিষয়গুলিও আজকের বৈঠকে আলোচনা হয়। এ ব্যাপারে বলতে গিয়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জয় হিন্দ বাহিনীর নব নির্বাচিত সভাপতি সুবীর ঘোষ বলেন আমরা চাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে এবং তাদের যে সমস্ত উন্নয়ন মুখী কাজগুলো যাতে ঠিকঠাক ভাবে মানুষের কাছে পৌঁছায় সেই ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে আগামী দিনে সংগঠনকে কিভাবে আরো মজবুত করা যায় সেই বিষয়েও খুঁটিনাটি আলোচনা হয়েছে। ইতিমধ্য উৎসবের মরশুম শুরু হয়ে গেছে এই সময় যাতে মানুষরা আরও শান্তিতে এবং সুখ ও সমৃদ্ধির মধ্যে দিয়ে উৎসবের দিনগুলি উপভোগ করতে পারেন সেই বিষয়টাও আমাদের কর্মীরা সর্বত্রভাবে নজর রাখবে। রবিবার শেওড়াফুলির সুরেন্দ্রনাথ হাই স্কুলে অনুষ্ঠিত এই সভায় প্রচুর সংখ্যক জয় হিন্দ বাহিনীর সদস্যরা যোগ দেন।