এই মুহূর্তে জেলা

কূলে বোমা ছোড়ার ঘটনায় গ্রেফতার চার।

উঃ২৪পরগনা, ১৮ সেপ্টেম্বর:- টিটাগর ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে বোমাছোড়ার ঘটনায় টিটাগর থানার পুলিশ গ্রেপ্তার করল চার অভিযুক্ত কে‌। শনিবার রাতেই চারজনকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত চারজনের নাম মোহাম্মদ আরিয়ান, বাবলু, সাদিক, রেহান। ওরন পাড়ার বাসিন্দা মোঃ রেহান এর বাড়ি থেকে দশটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। স্কুলের বিল্ডিং এর উল্টোদিকে ছয় তালা যে বিল্ডিং আছে সেখান থেকেই বোমা ছোড়া হয়েছে বলে পুলিশ জানায়।

ফরেনসিক টিমের সাইন্টিস্টদের থেকে তথ্য যাচাই করা হবে বলে জানান পুলিশ কমিশনার। অভিযুক্ত চারজনের মধ্যে তিনজন এই স্কুলের প্রাক্তন ছাত্র। অভিযুক্তদের রবিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হবে ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে। প্রাথমিকভাবে স্কুলের ছাত্রদের সঙ্গে ব্যক্তিগত শত্রুতার জেরে এই বোমা ছোড়া হয়।