এই মুহূর্তে কলকাতা

পুজোর আগেই রাস্তার খানাখন্দ বুজিয়ে ফেলার নির্দেশ পূর্ত দফতরের।

কলকাতা , ১৬ সেপ্টেম্বর:- রাজ্য সরকার পুজোর আগেই রাজ্যের সমস্ত রাস্তার খানাখন্দ বুজিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। রাজ্যের পূর্ত দফতরের চিফ ইঞ্জিনিয়ার ইতিমধ্যেই প্রত্যেকটি জোনের দ্বায়িত্বে থাকা বিভাগীয় ইঞ্জিনিয়ারদের এই মর্মে নির্দেশ দিয়েছেন। সেখানে বলা হয়েছে রাস্তার খানাখন্দের ফলে যানবাহনের গতি শ্লথ হচ্ছে শুধু তাই নয়।দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। সেকারণে আসন্ন উত্সবের মরশুমের দিকে তাকিয়ে ২৬ সেপ্টেমম্বরের আগে সমস্ত রাস্তা সাড়িয়ে ফেলতে হবে।পূর্তমন্ত্রী পুলক রায় বলেন মহালয়ার মধ্যেই রাজ্যের সমস্ত খানাখন্দ মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্ষায় রাস্তাঘাটের ক্ষতি হয়। এই বছরও হয়েছে। বহু জায়গায় ইলেকট্রিক,

কেবলের তার বসানো সহ একাধিক কাজের জন্যেও রাস্তা ক্ষতিগ্রস্থ হয়।মূলত প্যাচ ওয়ার্ক বা তাপ্পী মারার কাজ হবে ।বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই উৎসব এবার বিশেষ ভাবে পালিত হচ্ছে, ইউনেস্কোর স্বীকৃতির কারণে। বাঙালি যাতে ঠিকমত উপভোগ করতে পারে উদযাপনে যেন কোন হোঁচট না লাগে তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় উত্তর রাস্তা মেরামতির কাজে হাত দিয়েছে পূর্ত দফতর। দফতরের মন্ত্রী পুলক রায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজ শুরু হয়েছে। খুব দ্রুত মেরামতির কাজ শেষ হয়ে যাবে।