এই মুহূর্তে কলকাতা

শাসক-বিরোধী বিক্ষোভে বিধানসভার বিশেষ অধিবেশন উত্তপ্ত হয়ে উঠল।

কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপির বিক্ষোভ পাল্টা বিক্ষোভ কর্মসূচি কে কেন্দ্র করে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন আজ উত্তপ্ত হয়ে ওঠে। অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্নীতি ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনতে অধ্যক্ষর অনুমতি চান। অধ্যক্ষ বিষয়টি বিচারাধীন বলে দাবি করে সেই অনুমতি না দেওয়ায় বিজেপি সদস্যরা পোস্টার সহযোগে স্লোগান শাউটিং শুরু করে।

চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ের সদস্যরাও পাল্টা স্লোগান দেওয়া শুরু করেন। এরপরে ই দুপক্ষ বাইরে বেরিয়ে আসে। বিরোধী দলনেতার ডোন্ট টাচ মাই বডি মন্তব্যকে কটাক্ষ করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এজেন্সি অপব্যবহারের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের বিধায়করা বিধানসভা চত্বরে মিছিল করেন। বিজেপি সদস্যরাও বাইরে বিক্ষোভ অবস্থান শুরু করে। এখনো পর্যন্ত দুপক্ষের সেই কর্মসূচি চলছে।