এই মুহূর্তে কলকাতা

তৃণমূলের এক বিধায়ক সহ চার নেতার অবৈধ সম্পত্তির খতিয়ান পেশ বিজেপির।

কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- বিরোধী বিজেপি তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক সহ চার নেতার বিরুদ্ধে ৫০ কোটি টাকার বেশি অবৈধ সম্পত্তির অভিযোগ সম্বলিত খতিয়ান পেশ করেছে। আজ বিধানসভার প্রেস কর্নারে এক সাংবাদিক বৈঠকে এই সংক্রান্ত নথিপত্র পেশ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,মুখ্যমন্ত্রী দাবি করেন তৃণমূল কংগ্রেসের ৯৯ শতাংশ কর্মী সৎ। তিনি প্রমাণ করে দেবেন ওই দলের ৯৯ শতাংশ নেতাই অসৎ। তাঁদের অসততা কতদূর প্রসারিত তা ধাপে ধাপে প্রকাশ করবেন বলে বিরোধী দলনেতা জানিয়েছেন। তিনি বলেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের অন্তত একশ জন নেতার দুর্নীতি সংক্রান্ত তথ্য প্রমাণ তাঁর কাছে রয়েছে। এমনকি মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরাও সেই তালিকায় রয়েছেন।

আজ যে সমস্ত নেতার বিরুদ্ধে তিনি দুর্নীতির অভিযোগ এনেছেন তাঁরা হলেন, কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনার একটি পঞ্চায়েত সমিতির সভাপতি জাহাঙ্গির খান, ডায়মন্ড হারবার-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা ওই ব্লকের যুব তৃণমূল সভাপতি গৌতম অধিকারী এবং ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের অঞ্চল সভাপতি শামিম আহমেদ মোল্লা। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন একশ দিনের কাজ এবং আমফানের ক্ষতিপূরণের টাকা বণ্টনে দুর্নীতির মধ্য দিয়ে শাসক দলের এই নেতারা নিজেদের ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে প্রভূত স্থায়ী সম্পত্তি কিনেছেন। এই দুর্নীতি সংক্রান্ত সমস্ত নথি আগামী শনিবার ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির হাতে তুলে দেবেন বলেও বিরোধী দলনেতা জানিয়ে দেন।