এই মুহূর্তে জেলা

খোদ বিধায়ককেই ফোনে অশ্লীল ভিডিও কল, চাঞ্চল্য চুঁচুড়ায়।

সুদীপ দাস, ১৪ সেপ্টেম্বর:- খোদ বিধায়ককে ফোনে অশ্লীল ভিডিও কল। চাঞ্চল্য চুঁচুড়ায়। গত ‍‍১২তারিখ সকালে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের ফোনে একটি ভিডিও কল আসে। সেই কল রিসিভ করতেই মহিলার নগ্ন ছবি ভেসে ওঠে। বিধায়কের দাবি তারপরই সেই ফোন কেটে দেন বিধায়ক। পরে আরও তিনবার কল এলে বিধায়ক নাম্বারটি ব্লক করে দেন। গতকাল ফের বিধায়কের ফোনে মেসেজ আসে। বলা হয় দিল্লী পুলিশ থেকে বলছি।

ভিডিও কলের কথা জানিয়ে বলা হয় পুনরায় ভিডিও কলে যোগাযোগ করতে। না হলে বিধায়কের অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হবে। এরপরই বিধায়ক চন্দননগর কমিশনারেটের কমিশনারকে ফিনে বিষয়টি জানান। কমিশনারেটের সাইবার ক্রাইমে এবিষয়ে অভিযোগ দায়ের করেন বিধায়ক। আজ এক সাংবাদিক বৈঠক করে বিধায়ক ঘটনার কথা জানিয়ে সাধারন মানুষকে অচেনা নাম্বারের ভিডিও কল না ধরার অনুরোধ জানান।