কলকাতা, ১২ সেপ্টেম্বর:- পর্যটনে শ্রেষ্ঠ সাংস্কৃতিক গন্তব্য হিসাবে এরাজ্যের পাওয়া আন্তর্জাতিক পুরস্কার গ্রহণের জন্য তিনি নিজে জার্মানি যেতে পারেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ উৎকর্ষ বাংলার অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, ওই পুরস্কার নিতে তিনি নিজে জার্মানির বার্লিন যেতে পারেন। তিনি বলেন, এটা একটা গর্বের ব্যাপার। তাই নিজেই তিনি বার্লিন গিয়ে পুরস্কার নিতে চান।
আগামী বছর ২৩ মার্চ বার্লিনে এই সম্মান দেওয়া হবে। উল্লেখ্য কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইট করে জানিয়েছিলেন, রাষ্ট্রসঙ্ঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন অনুমোদিত সংস্থা প্যাসিফিক এরিয়া ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন শ্রেষ্ঠ সাংস্কৃতিক গন্তব্য হিসাবে পশ্চিমবঙ্গকে ২০২৩ সালের সেরা নির্বাচিত করেছে।