এই মুহূর্তে জেলা

শ্যামা সঙ্গীত ভক্তিগীতির সুর সাধক ধনঞ্জয় ভট্টাচার্যের শততম জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালিত হলো হাওড়ায়।

হাওড়া, ১০ সেপ্টেম্বর:- ভক্তিমূলক গান (শ্যামা-সঙ্গীত) আর সঙ্গীত শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য যেন একে অপরের পরিপূরক। ফিল্ম বা বেসিক রেকর্ডে ধনঞ্জয় ভট্টাচার্যের রামপ্রসাদী, শ্যামাসঙ্গীত বাঙালীর শ্রোতাদের কাছে যেন নিজস্ব সম্পদ। এই প্রখ্যাত সঙ্গীত শিল্পীর শততম জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালিত হলো হাওড়ায়। শনিবার ১০ সেপ্টেম্বর সকালে হাওড়ার বালির বাসিন্দা প্রখ্যাত ভারত বিখ্যাত গায়ক ধনঞ্জয় ভট্টাচার্যের ১০০তম জন্মদিন উৎসব পালন করল বালির বেশ কয়েকটি সংগঠন।

শিল্পীর জন্মভিটে বালির বারেন্দ্রপাড়ায় শিল্পীর আবক্ষ মূর্তিতে এদিন মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বালি বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্যোক্তাদের একটাই আক্ষেপ নতুন প্রজন্ম ভুলেই গেছে শ্যামা সংগীতের স্রষ্টা ধনঞ্জয় ভট্টাচার্যকে। এদিন মূল অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল “ধনঞ্জয় স্মৃতি রক্ষা কমিটি”।