এই মুহূর্তে জেলা

বড়ো পুজোমন্ডপের সামনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্টল থাকবে হাওড়ায়। এদের পণ্যের গুণগত মান পরীক্ষা করে দেখল পুরসভা।

হাওড়া, ৮ সেপ্টেম্বর:- আসন্ন পুজোয় হাওড়া পুরনিগম এলাকার বেশ কয়েকটি বড়ো পুজোমন্ডপে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য এবার বিশেষ স্টলের ব্যবস্থা করা হচ্ছে। হাওড়া পুরনিগমের উদ্যোগেই হাওড়া উত্তর, হাওড়া মধ্য, হাওড়া দক্ষিণ ও শিবপুর এই চার বিধানসভা কেন্দ্র ধরে চারটি জোন ভাগ করে মোট ২৮টির মতো সেলফ হেল্প গ্রুপকে বেছে নেওয়া হয়েছে। বড়ো পুজোমন্ডপের সামনেই এদের স্টল থাকবে। সেখান থেকে এরা পুজোর কটা দিন নিজেদের হাতের তৈরি জিনিস বিক্রি করবেন। এছাড়াও ফাস্ট ফুড বা খাবারের স্টলও কেউ কেউ দেবেন। এরা কিভাবে কি কি প্রোডাক্ট বিক্রি করবেন তার একটা আগাম মহড়াও নেওয়া হয়েছে পুরনিগমের তরফ থেকে। পুরনিগমের প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী জানান, এসএইচজি গ্রুপগুলিকে যাদের পুজোমন্ডপগুলিতে জায়গা করে দেওয়া হবে এবং এতে যারা ইচ্ছুক তাদের নাম, ফোন নম্বর নেওয়া হয়েছিল।

সেই সকল এসএইচজি গ্রুপের সদস্যদের ডাকা হয়েছিল। এদের পণ্য, গুনমান পরীক্ষা করা হয়েছে। কি করলে আরও ভালো হবে এবং যাতে এরা এটাকে নিজেদের পেশা হিসেবে বেছে নিতে পারেন সেই ব্যাপারে তাদেরকে আরও উৎসাহিত করা হয়েছে। যাদের ডাকা হয়েছিল তাদের মধ্যে সমস্যার কারণে কিছু গ্রুপ ছাড়া বাকি সকল গ্রুপই অংশগ্রহণ করেছিলেন। যারা অংশগ্রহণ করেছিল তাদের তালিকা তৈরি করা হয়েছে। পাশাপাশি কোন কোন মন্ডপে কাদের জায়গা দেওয়া হবে সেগুলো ফাইনাল করে তাদের জানিয়ে দেওয়া হবে পুরনিগমের তরফ থেকে।