এই মুহূর্তে কলকাতা

রাজস্ব ঘাটতি বাবদ পুজোর আগে রাজ্যকে বিশেষ আর্থিক অনুদান কেন্দ্রের।

কলকাতা, ৭ সেপ্টেম্বর:- মোদি সরকারের কাছ থেকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া আদায় করতে রাজ্য সরকার জেরবার। এরই মধ্যে উৎসবের মুখে মিলল সাময়িক স্বস্তি। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ ১৪টি রাজ্যকে চলতি মাসে রাজস্ব ঘাটতি বাবদ বিশেষ আর্থিক অনুদান দিল কেন্দ্র।যদিও রাজ্যের অর্থ কর্তাদের দাবি, যে পরিমাণ অনুদান পাওয়া গিয়েছে তা সিন্ধুতে বিন্দুসম। পণ্য পরিষেবা কর সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের প্রাপ্য আটকে রেখে মোদি সরকার রাজ্যকে ভাতে মারার চেষ্টা চালাচ্ছে।’ ২০২২-২৩ আর্থিক বছরে ষষ্ঠ দফায় রাজ্য এই খাতে মোট ১১৩২ কোটি ২৫ লক্ষ টাকা পেয়েছে। এর ফলে চলতি আর্থিক বছরে পশ্চিমবঙ্গ এই খাতে এখনও পর্যন্ত মোট ৬৭৯৩ কোটি ৫০ লক্ষ টাকা পেল।

সংবিধানের ২৭৫ নম্বর ধারা এবং পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী ২০২৫-২৬ আর্থিক বছর পর্যন্ত প্রতি মাসে রাজ্যগুলি এই বিশেষ আর্থিক অনুদান পাবে। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য যে রাজ্যগুলি এই অনুদান পেয়েছে, সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, অসম, হিমাচল প্রদেশ, কেরল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, ত্রিপুরা এবং উত্তরাখণ্ড। চলতি আর্থিক বছরে রাজ্যগুলি এই খাতে মোট ৮৬ হাজার ২০১ কোটি টাকা পাবে। পশ্চিমবঙ্গের প্রাপ্তি সব থেকে বেশি, প্রায় ১৩ হাজার কোটি টাকা।মঙ্গলবার অর্থ মন্ত্রকের পক্ষ থেকে রাজস্ব ঘাটতি মেটাতে রাজ্যগুলিকে ষষ্ঠ দফার অনুদান বরাদ্দ করা হয়। তাতে দেখা যাচ্ছে বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে ১১৩২ কোটি ২৫ লক্ষ টাকা। পুজোর আগে রাজ্য কোষাগারে এই টাকা জমা পড়ায় পুজোর অনুদান সহ একাধিক সামাজিক কল্যাণমূলক প্রকল্প চালিয়ে নেওয়ার কাজ অনেকটা সহজ হবে বলে মনে করছেন অর্থ দফতরের আধিকারিকরা।