সুদীপ দাস, ৫ সেপ্টেম্বর:- বর্ধমানের শক্তিগড়ে কাজ হওয়ার জন্য ৩রা সেপ্টেম্বর থেকে আগামী ১০ই সেপ্টেম্বর পর্যন্ত সকালের দিকে বহু ট্রেন বাতিলের সিদ্ধান্তে নিয়েছে পূর্ব রেল। সকালে ট্রেন বাতিলের জন্য মহা ফাঁপড়ে পরেছেন নিত্যযাত্রীরা। সেইসমস্ত যাত্রীরা সোমবার সকাল থেকে দফায়-দফায় রেল অবরোধে সামিল হলেন। সোমবার সকাল থেকেই পান্ডুয়া ও খন্ন্যান স্টেশনে দফায়-দফায় চলে রেল অবরোধ। অবরোধের জেরে হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। ফলে নাকাল হয় নিত্যযাত্রীরা। রেলপথে বর্ধমানের সাথে হুগলীর যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পান্ডুয়া ও খন্যান থেকে ডাউনে তালান্ডু, মগরা, সপ্তগ্রাম প্রভৃতি প্লাটফর্মে থাকা যাত্রীরা হাওড়ামুখী কোন ট্রেন না পেয়ে মহা সমস্যায় পরে।
একইসাথে পান্ডুয়া থেকে আপে থাকা বৈঁচি, বৈঁচিগ্রামের যাত্রীরাও ব্যান্ডেলের দিকে আসতে মহা ফাঁপড়ে পরেন। এর জেরে এদিন ব্যান্ডেল থেকে হাওড়ামুখী গাড়িতে ভিড় উপচে পরলেও বিভিন্ন প্লাটফর্মে গাড়ি দাঁড়িয়ে পরায় ডাউন ব্যান্ডেল-হাওড়া লোকাল চলাচলেও ব্যাহত হয়। রেল সূত্রে খবর, বর্ধমানের শক্তিগড় সহ একাধিক লাইনে কাজের জন্য রেল আগেই বিজ্ঞপ্তি জারি করে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তবে যাত্রীরা মানতে নারাজ। সকালে কোলকাতায় কাজে যাওয়া যাত্রীরা ট্রেন বাতিলের জেরে সমস্যায় পরছে। তাঁদের প্রশ্ন কোভিড আবহে টানা প্রায় দু’বছর ট্রেন বন্ধ ছিল। রেল এইসমস্ত কাজ তখন কেন করেনি? পাশাপাশি মাস কয়েক আগেই ব্যান্ডেলে ইলেকট্রিক ইন্টারলকিং সিস্টেম বসানোর জন্য প্রায় একমাস ট্রেন বন্ধ ছিল। সেসময়ও এই কাজ করা যেত। কেউ কেউ বলছেন রেল এইসমস্ত কাজ রাতে কেন করেনা। তাহলে দিনের বেলায় সাধারন মানুষকে লাইফ লাইন লোকাল ট্রেন নিয়ে ভূগতে হয় না।