এই মুহূর্তে জেলা

ফের ‘ডেঙ্গু’তে মৃত্যুর অভিযোগ হাওড়ায়।

হাওড়া, ২ সেপ্টেম্বর:- ডেঙ্গু বাড়ছে হাওড়ায়। প্রাণহানির ঘটনাও ঘটছে। ফের ‘ডেঙ্গু’তে মৃত্যুর অভিযোগ উঠেছে ৮ নং ওয়ার্ডে। কড়া হাতেই ডেঙ্গু মোকাবিলায় মাঠে নেমেছে পুরসভা। হাওড়ায় ক্রমশ চওড়া হচ্ছে ডেঙ্গুর থাবা। আক্রান্তের সংখ্যা বাড়ার সাথেই বাড়ছে ডেঙ্গুতে প্রাণহানির ঘটনাও। এবার হাওড়া পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ‘এফ’ রোডের বাসিন্দা ১১ বছরের শুভম সরকারের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতের পরিবার ডেঙ্গুতে মৃত্যুর অভিযোগ তুললেও হাসপাতাল থেকে এখনও পর্যন্ত পরিবারের হাতে দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেট। এলাকার মানুষের অভিযোগ এই ঘটনার পর থেকেই এলাকায় নিয়মিত সাফাই ও ডেঙ্গু নিয়ন্ত্রণের কাজ শুরু করেছেন পুরকর্মীরা। প্রসঙ্গত গত ১৫ আগস্ট পুরসভার এই ৮ নম্বর ওয়ার্ডেই দাসনগর শিয়ালডাঙায় মিলন রীত (২২) নামের এক যুবকের ডেঙ্গুতে মৃত্যু হয়। তারপরেই গত ৩১ আগস্ট দাসনগরের নেতাজীগড়ে ‘পি’ রোডে অক্ষয় মজুমদারের (৩৭) ডেঙ্গুতে মৃত্যু হয়।

এছাড়াও হাওড়া পুরনিগমের বিস্তীর্ণ এলাকায় বহু মানুষ এখনও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও অভিযোগ। যদিও পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই ডেঙ্গুর সংক্রমণ রুখতে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছে সাফাই বিভাগে। পাশাপাশি মশার লার্ভা ধ্বংস করতে অতিরিক্ত লার্ভিসাইড ওয়েল স্প্রে করার জন্যেও অতিরিক্ত লোকবল নিয়োগ করেছে হাওড়া পুরনিগম। পাশাপাশি, আগামী দিনে হাওড়া পুরনিগমের ৫০টি ওয়ার্ড নিজে ঘুরেই সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার পরিকল্পনা নিতে চলেছেন হাওড়া পুরনিগমের মুখ্য প্রশাসক।