এই মুহূর্তে কলকাতা

স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের বিরুদ্ধে মন্তব্য করায় ইডি অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ , অভিযোগ অভিষেকের।

কলকাতা, ২ সেপ্টেম্বর:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহর বিরুদ্ধে মন্তব্য করার জন্যই তাঁকে ইডি অফিসে ডেকে জিজ্ঞাসাবাদের নামে হেনস্থা করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। কয়লা পাচার কাণ্ডে আজ বিধাননগরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-ইডির অফিসে প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অভিযোগ করেন। অভিষেক বলেন, এভাবে তাঁকে ভয় দেখানো যাবে না। একই সঙ্গে তিনি দাবি করেছেন, এই কেলেঙ্কারিতে তাঁর বিরুদ্ধে এক টাকা নেওয়ারও অভিযোগ প্রমাণিত হলে তদন্তকারী সংস্থার প্রয়োজন হবে না।

তিনি নিজেই ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করবেন। তদন্তের সব রকম সহযোগিতা করার ব্যাপারেও তৃণমূল কংগ্রেস সাংসদ আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার অভিষেককে নতুন করে ইডি’র তরফে সমন পাঠানো হয়। সেই মত আজ সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধান নগরের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। সূত্রের খবর, কয়লা কেলেঙ্কারি মামলায় তথ্যের খোঁজে তাঁকে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা দুদফায় জিজ্ঞাসাবাদ করেন। প্রথম দফায় প্রায় আড়াই ঘণ্টা তাঁকে জেরা করা হয়। মধ্যাহ্ন ভোজের পর ফের দ্বিতীয় দফায় শুরু হয় জিজ্ঞাসাবাদ। বিকাল প্রায় সাড়ে পাঁচটা পর্যন্ত সেই জিজ্ঞাসাবাদ পর্ব চলে।