এই মুহূর্তে কলকাতা

পুজোকে কেন্দ্র করে পর্যটনের প্রসারে উৎসাহ দিতে কলকাতায় চালু হচ্ছে হোম স্টে।

কলকাতা, ২ সেপ্টেম্বর:- পুজোকে কেন্দ্র করে রাজ্যে পর্যটনের প্রসারে উৎসাহ দিতে উৎসব শুরু হওয়ার আগেই এবার কলকাতায় চালু হচ্ছে হোম স্টে। হোম স্টে ব্যবসাকে উৎসাহ দিতে রাজ্য সরকার যে উৎসাহ নীতি চালু করেছে তা এই শহরের হোম স্টে গুলির জন্যও প্রযোজ্য হবে। রাজ্যের পর্যটন দফতর ও কলকাতা পুরসভায় যৌথভাবে এমন ফ্ল্যাট, বাড়িগুলি চিহ্নিত করে নথিভুক্ত করবে। তাদের সমস্ত তথ্য পর্যটন দফতরের ওয়েবসাইটে দেওয়া হবে। জেলার মতো এখানেও তাদের অতিথি অভ্যর্থনার প্রশিক্ষণ দেওয়া হবে। আরও কীভাবে সেই হোম-স্টে আকর্ষণীয় করে তোলা যায়, সেই ব্যাপারে পরিকল্পনা হবে। এজন্য কলকাতা পুরসভা একজন আধিকারিক নিয়োগ করেছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, পর্যটনে বাংলাকে শুধু ভারত সেরাই নয়, বিশ্বসেরা করার লক্ষ্যে এগোতে চাইছে রাজ্য সরকার। তিনি বলেন, ‘ভারতে বিদেশি পর্যটক আসার নিরিখে রাজ্যগুলির মধ্যে বাংলা ৭ নম্বরে রয়েছে।

এ বার সময় হয়েছে আরও বড় স্বপ্ন দেখার।তিনি সরকারের তরফ থেকে পর্যটন ক্ষেত্রকে আরও চাঙ্গা করার জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে পুজোর এই মুহূর্তকে কাজে লাগানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ৭টি সাব কমিটি গঠন করেছেন। পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে ধর্মীয় স্থান, প্রতিটি ক্ষেত্রকে মাথায় রেখে পর্যটন শিল্পকে কী ভাবে আরও আকর্ষণীয় করা যায় তাই নিয়ে চিন্তাভাবনা চলছে।’ ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী পর্যটনের প্রসারে বিভিন্ন জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে হোমস্টেগুলির পরিচালন ব্যবস্থা আরও সুচারু করতে এবং নিরাপত্তা বাড়াতে তিনি নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর রাজ্য সরকারের সংশ্লিষ্ট নীতির কারণে ইতিমধ্যেই মহারাষ্ট্রকে পিছনে ফেলে পশ্চিমবঙ্গ হোমস্টের সংখ্যার নিরিখে এক নম্বর জায়গায় পৌঁছে গিয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই ১৭০৪ টি হোমস্টেকে স্বীকৃতি দিয়েছে। যা পর্যটন কেন্দ্রিক কর্মসংস্থানের নয়া দিক নির্দেশ করেছে।