এই মুহূর্তে জেলা

ডেঙ্গির থাবায় ঘুম উড়েছে শ্রীরামপুরবাসীর।

হুগলি, ১ সেপ্টেম্বর:- ডেঙ্গি থাবায় ঘুম উড়েছে শ্রীরামপুর বাসীর। এমতবস্থায় বৃহস্পতিবার শ্রীরামপুর পুরসভার ২২ ও ২৫ নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতল উপনগরী ঘুরে দেখেন শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী। সঙ্গে ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক নিশীথ ভাস্কর পাল, চেয়ারম্যান ইন কাউন্সিল তিয়াশা মুখোপাধ্যায়, শর্মিষ্ঠা দাস, পুরসভার নোডাল অফিসার শৌভিক পান্ডা ও স্যানিটারি অফিসার অনুজ বন্দ্যোপাধ্যায়।

এ দিন এলাকা পরিদর্শনের পর ক্যাম্প কলোনীতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী। বাসিন্দারা অভিযোগ করে বলেন,বহুতল নির্মানের কারণে নিকাশী মুখ থুবড়ে পড়েছে।ভিতরে জমা জল ডেঙ্গির মশার আতুরঘর।বাসিন্দাদের আশ্বস্থ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন মহকুমা শাসক।তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে। মনিটরিং এর উপর জোর দেওয়া হবে।প্রয়োজনে ড্রোন উড়িয়ে মশার লার্ভা ধংস করা হবে।