হাওড়া, ১ সেপ্টেম্বর:- ধারে বিড়ি নিতে এসেও বচসা! দোকানির কাঁচির কোপে সোজা হাসপাতালে ভর্তি হলো খদ্দের। বিড়ি চাওয়াকে কেন্দ্র করে ক্রেতাকে ধারালো অস্ত্রের কোপ। বৃহস্পতিবার বিকেলে আহত ব্যক্তিকে নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। এদিন ঘটনাটি ঘটে হাওড়ার শিবপুর থানার অন্তর্গত মালিবাগান এলাকায়। সূত্রের খবর, এক ব্যক্তি দোকানে ধারে বিড়ি কিনতে গিয়ে দোকানদারের হাতে আহত হন।দোকানদারের সাথে বচসায় জড়িয়ে পড়েন তিনি।
অভিযোগ, ওই দোকানদার হঠাৎই একটি কাঁচি বার করে ওই ক্রেতার পেটে ও শরীরে আঘাত করে। এমনই অভিযোগ করেন আহত ব্যক্তি। ঘটনাস্থলে শিবপুর থানার পুলিশ যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। হাসপাতালে তার চিকিৎসা চলছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।