হাওড়া, ৩১ আগস্ট:- জাহাজের ঢেউয়ের কারণে পরপর উল্টে গেল দুটি নৌকা। ঘটনাটি ঘটেছে হাওড়া উলুবেড়িয়ার পূর্ব কালিনগর এলাকায়। বুধবার দুপুরে কালী মন্দির সংলগ্ন একাধিক মাছ ধরার নৌকা পরপর বাঁধা ছিল নদীর ধারে। জাহাজের ঢেউয়ে পরপর দুটি নৌকা উল্টে যায় নদীতে।
নৌকায় থাকা মৎস্যজীবীরা নৌকা থেকে জলে পড়ে যান। এবং জলে জাহাজের ঢেউ কাটিয়ে সাঁতার কেটে নদীর পাড়ে উঠতে সক্ষম হন। দুটি মাছ ধরার নৌকা জলে ডুবে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।