এই মুহূর্তে জেলা

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্রদের গন্তব্য আজ কলকাতার ছাত্র সমাবেশে।

হাওড়া, ২৯ আগস্ট:- গতকাল ২৮ আগস্ট ছিল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে সোমবার কলকাতায় ছাত্র সমাবেশে যোগ দিতে এদিন সকালে হাওড়ার বেলুড় লালবাবা কলেজ থেকে ছাত্রছাত্রীরা বালির বিধায়ক ডাঃ রানা চ্যাটার্জির নেতৃত্বে বিশাল মিছিল করে কলেজ থেকে বেরিয়ে বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। হাওড়া স্টেশনে জেলার দূরদূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এসে পৌঁছাচ্ছেন। সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাঁরা।