হাওড়া, ২৮ আগস্ট:- হাওড়ার চ্যাটার্জিহাটে বয়স্কা মহিলার টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেফতার। উদ্ধার হয়েছে টাকা, মোবাইল ফোন। পুলিশ জানিয়েছে, গত ২৪ আগস্ট বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। জনৈকা প্রবীণ ভদ্রমহিলা চ্যাটার্জীহাট থানার অন্তর্গত একটি ব্যাঙ্ক থেকে নাইলন ব্যাগে করে ৩৭ হাজার টাকা, একটি মোবাইল এবং অন্যান্য কিছু জিনিস নিয়ে যখন বাড়ি ফিরছিলেন, সেইসময় একজন দুষ্কৃতী তাঁর পিছন থেকে স্কুটি চালিয়ে এসে ভদ্রমহিলার হাত থেকে সেই ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ তদন্তে নামে পুলিশ। চ্যাটার্জীহাট থানার অ্যান্টি ক্রাইম অফিসার ও তাঁর টিম সিসিটিভি ফুটেজ এর সাহায্যে দু’জন ব্যক্তিকে চিহ্নিত করে হেফাজতে নেন। এবং এরপর ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া ব্যাগটি (সমস্ত টাকা ও জিনিস সহ) উদ্ধার করা হয় এবং ঘটনায় ব্যবহৃত স্কুটিটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ এবং মোবাইল লোকেশন ট্র্যাক করে গ্রেফতার করা হয় অভিযুক্ত দু’জনকেই।
ধৃতদের হেফাজতে নিয়ে বিভিন্ন জায়গায় হানা দেয় পুলিশ। এবং সেখান থেকে উদ্ধার হয়েছে খোয়া যাওয়া টাকা সহ বিভিন্ন জিনিস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বুবাই সেনগুপ্ত এবং পলাশ অধিকারী। অভিযুক্ত দু’জনেই চ্যাটার্জীহাট থানা এলাকার শেখপাড়ার বাসিন্দা। সিসিটিভির ফুটেজ দেখে দোষীদের প্রথমে সনাক্ত করা হয়। এরপর মোবাইল টাওয়ার লোকেশন দেখে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সময় যে অপারেশন চালিয়েছে তাকে অভিযোগ পাওয়ার কিছুক্ষণ পর গ্রেফতার করা হয়। বাকি একজন অন্য জায়গায় ছিল। ওইদিনই তাকে রাতে গ্রেফতার করা হয়। ধৃতদের আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এরপর তাদের জেরা করে কোথায় সেই চোরাই সামগ্রী রেখেছিল সেই অনুযায়ী একাধিক জায়গায় অভিযান চালানো হয় এবং খোয়া যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করা হয়।