এই মুহূর্তে জেলা

হাওড়ায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু কমপক্ষে চারজনের।

হাওড়া, ২৪ আগস্ট:- বুধবার এক মর্মান্তিক বাস দূর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে চার জনের। আরো ছয় জন গুরুতর জখম অবস্থায় গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে এদিন এটা নাগাদ পাঁচলা থানার ধূলোর বাঁধে মুচিঘাটা -করুনাময়ী রুটের একটি বাস দ্রুত গতিতে মুচিঘাটা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে আসা একটি লরিকে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় চার জনের। স্থানীয় বাসিন্দা ছুটে এসে জখম যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মৃত ও জখমদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।