কলকাতা, ২২ আগস্ট:- দুর্গাপুজোর ইউনেস্কোর স্বীকৃতি প্রাপ্তিকে সামনে রেখে এবার রাজ্যে পুজো কমিটি গুলিকে দেওয়া সরকারি অনুদান ও সুযোগ সুবিধার পরিমাণ বাড়ানো হচ্ছে। ৫০ হাজারের বদলে এবার রাজ্যের প্রত্যেক পুজো কমিটি ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান পাবে। রাজ্যের ৪০ হাজারের বেশি স্বীকৃত পুজো কমিটি এই অনুদান পাবে বিদ্যুতের বিলেও তাঁদের ৫০ এর বদলে ৬০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। পাশাপাশি দমকলের খরচ মুকুব সহ অন্যান্য ছাড় বহাল থাকবে।
কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ বিভিন্ন পুজো কমিটি ও প্রশাসনের কর্তাদের সঙ্গে আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে এক সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন। দুর্গাপুজোর ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্তির জন্য পুজো আয়োজকদের অবদানের কথা মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। এদিকে রাজ্য সরকারি কর্মীরা এ বার ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত টানা ১১ দিন পুজোর ছুটি পাচ্ছেন। কলকাতায় প্রতিমা নিরঞ্জন পর্ব চলবে ৫ থেকে ৮ অক্টোবর। আট তারিখ কলকাতার রেড রোডে বিসর্জন কার্নিভাল হবে। জেলায় প্রতিমা নিরঞ্জন পর্ব চলবে ৫ থেকে ৭অক্টোবর।