এই মুহূর্তে জেলা

চন্ডীতলা সমবায় নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে রাস্তায় শুয়ে বিক্ষোভ সিপিএমের।


হুগলি, ২১ আগস্ট:- চন্ডীতলায় সমবায় নির্বাচনে সন্ত্রাষের অভিযোগ, থানার সামনে অবরোধ, রাস্তায় শুয়ে বিক্ষোভ সিপিএম এর। নির্বাচন বাতিল ঘোষণার দাবি। চন্ডীতলা কাপাসাড়িয়া কৃষি সমবায় আজ নির্বাচন ছিল। সেই নির্বাচনের ভোটগ্রহণ চলছিল দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ে। সিপিএমের অভিযোগ পর থেকেই ব্যাপক সন্ত্রাস শুরু করে তৃণমূল। তাদের এজেন্টদের বের করে দেওয়া হয় মারধর করা হয়। এরই প্রতিবাদে চন্ডীতলা বাজারে চন্ডীতলা থানার সামনে তারা বিক্ষোভ অবরোধ শুরু করে। হুগলি গ্রামীণ পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।

সিপিএম নেতা অপূর্ব পাল জানান তৃণমূল এই সমবায় ভোট করতে চাইছিল না। আমরা আদালত থেকে অনুমতি নিয়ে আসি। তারপর আজ সমবায় নির্বাচন না করে তারা অনেকটা দূরে একটি প্রাথমিক স্কুল যেখানে তৃণমূলের লোকজন বেশি সেখানে ভোট করে। সিপিএমের লোকেদের ভোট দিতে বাধা দেওয়া হয়। অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা কৌশিক শীলের দাবি, কোন সন্ত্রাস হয়নি ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই হচ্ছে। আসলে সিপিএমের কোন লোকজন নেই সেই কারণে তারা মিথ্যা অভিযোগ করে সাত কিলোমিটার দূরে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে।