এই মুহূর্তে জেলা

অমানবিক চুঁচুড়ার ভিআইপি জোন।

সুদীপ দাস, ১৭ আগস্ট:- বুধবার বেলা ১২টা। ঘটনাস্থল চুঁচুড়া আদালত ও পুলিশ লাইনের সামনে। রাস্তার পাশে শুয়ে জরাগ্রস্থ এক ব্যক্তি। বাম হাতের কব্জি থেকে আঙুল পর্যন্ত পচন ধরেছে। সেখানে কিলবিল করছে পোঁকা। পাশ দিয়ে তখন চলে যাচ্ছে ব্যস্ত মানুষের দল। কেউ দেখছেই না। আবার কেউ দেখে নাকে রুমাল চাপা দিয়ে বেড়িয়ে পরছেন। সদর শহরের ভিআইপি জোনে তখন পরে রয়েছেন অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি।

যন্ত্রনায় কাতড়ানোর মত শক্তিও তাঁর নেই। তাই অবাধেই হাতের মাংস খুবলে খাচ্ছে পোকার দল। কেউ এগিয়ে আসছে না। এক অমানবিক দৃশ্য। এই খবর পৌঁছয় চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্যর কাছে। আরোগ্যর সদস্যরা তড়িঘড়ি সেখানে অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে যান। এরপর ওই ব্যক্তিকে রাস্তা থেকে উদ্ধার করে চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করান হয়।