হুগলি, ১৭ আগস্ট:- দু’মাস ধরে রাস্তায় ধস। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। কিন্তু হুঁশ নেই পুর-কর্তৃপক্ষের। এমনই অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। চাঞ্চল্যকর ঘটনাটি চুঁচুড়ার তোলাফটক মোড় এলাকার। চুঁচুড়ার আদি তোলাফটক সার্বজনীন দুর্গোৎসব কমিটির নাট মন্দিরের সামনের রাস্তাতেই ওই ধস নামে। অভিযোগ জনপ্রতিনিধিরা রাস্তা দেখতে এলেও মেরামতির কাজ হয়নি।
এবিষয়ে হুগলী-চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় বলেন আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। শুধুমাত্র তোলাফটক না শহরের বিভিন্ন জায়গায় রাস্তার সমস্যা হয়েছে। বর্ষকাল বলে পিচের কাজ করা যাচ্ছে না। তাই আপাতত সিমেন্ট-বালি দিয়ে ওই সমস্ত জায়গা মেরামত করার কাজ অবিলম্বে শুরু হবে।