হাওড়া, ১৪ আগস্ট:- দুর্নীতির মামলায় তদন্ত যদি ঠিকমতো হয়, তদন্ত যদি সরকারের দ্বারা প্রভাবিত না হয় তাহলে অনেকেই গ্রেফতার হবেন। রবিবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে সাংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ওই মন্তব্য করেন বিশিষ্ট আইনজীবী রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, “দুর্নীতির সঙ্গে বহু মানুষ যুক্ত রয়েছেন।
তাঁদের প্রত্যেককেই গ্রেফতার করা উচিৎ। যদি তদন্ত ঠিকমতো হয়, তদন্ত যদি সরকারের দ্বারা প্রভাবিত না হয় তাহলে অনেকেই গ্রেফতার হবেন।” এদিন হাওড়ার বাজে শিবপুর মিতালি মোড়ে কমরেড গণেশ কাজি, উজ্জ্বল ঘোষ ও প্রলয় রায়ের স্মরণে এক রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।








