এই মুহূর্তে জেলা

শিশু মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর চুঁচুড়া সদর হাসপাতাল।

সুদীপ দাস, ১৩ আগস্ট:- শিশু মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর হাসপাতালে। চুঁচুড়া সদর হাসপাতালের আইসিসিইউ-তে ভাঙচুর। ঘটনাপ্রসঙ্গে জানা যায়, চুঁচুড়ার খুশিগলির বাসিন্দা পেশায় আরপিএফ কর্মী নন্দকিশোর মন্ডলের ৬মাসের মেয়ে রিধিতার ঠান্ডা লাগায় আজ বেলা ১২টা নাগাদ শিশু বিভাগে ভর্তি করা হয়। অভিযোগ চিকিৎসক ভর্তির সময় একবার দেখেই চলে যায়।

বিকেলের দিকে শিশুর শারিরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। সন্ধ্যার সময় আইসিসিইউতে ওই শিশুকে নিয়ে যাওয়ার পরই তাঁর মৃত্যু হয়। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে আইসিসিইউতে ব্যাপক ভাঙচুর চালায় রুগীর আত্মীয়রা। ঘটনাস্থলে উপস্থিত চুঁচুড়া থানার পুলিশ।