কলকাতা, ১২ আগস্ট:- রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী বীমা প্রকল্পের আওতায় এবার নিখরচায় চক্ষু চিকিৎসার সুযোগ মিলতে চলেছে। স্বাস্থ্য সাথী কার্ডধারীদের কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অফথালমলজি তে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা এবং অস্ত্রপচারের সুযোগ দেওয়া হবে বলে রাজ্যের স্বাস্থ্য দফতর সুত্রে জানা গিয়েছে। সম্প্রতি কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।এতদিন স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় চোখের চিকিৎসা অন্তর্ভুক্ত ছিলনা।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে সম্প্রতি স্বাস্থ্য সাথী প্রকল্পের মূল্যায়ন কমিটি এই প্রকল্পের আওতার বাইরে থাকা বিভিন্ন রোগের চিকিৎসা যা সরকারি হাসপাতালে হয় সে সম্পর্কে তথ্য চেয়ে জেলা গুলিকে চিঠি দেয়।এই তালিকায় থাকা বিভিন্ন রোগকে ক্রমান্বয়ে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। যার প্রথম পর্বে চক্ষু রোগের চিকিৎসা কে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হচ্ছে।