কলকাতা, ১০ আগস্ট:- পার্থ চট্টোপাধ্যায় যা করেছেন তার জন্য তাঁরা লজ্জিত। কিন্তু সম্পত্তি নিয়ে তাঁরা কোনও তথ্য লুকাননি বলে তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রীরা জানিয়েছেন। তাঁদের সম্পত্তি বিষয়ে গত কয়েকদিন ধরে গণমাধ্যমে যে প্রচার চলছে তা অর্ধসত্য বলে তাঁরা দাবি করেন। সম্প্রতি তৃণমূল নেতা-মন্ত্রীদের সম্পত্তির উৎস খতিয়ে দেখা আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। সেই মামলায় পক্ষ হিসেবে ইডিকেও যুক্ত করার নির্দেশ দেয় আদালত। সেই মামলার পরিপ্রেক্ষিতেই বিধানসভায় আজ সাংবাদিক বৈঠক করে ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, মলয় ঘটক-সহ ৬ জন মন্ত্রী দাবি করেছেন, স্বচ্ছভাবে মমতা ব্যানর্জির নেতৃত্বে তাঁরা কাজ করেন।
ফিরহাদ হাকিম বলেন, রোজগার করা কোনও অন্যায় নয়। কিন্তু তিনি অন্যয্য ভাবে কোনও রোজগার করেননি। মন্ত্রী ব্রাত্য বসু বলেন, পার্থ চট্টোপাধ্যায় যা করেছেন, তাতে তাঁরা লজ্জিত। কিন্তু তার মানে এটা নয় যে, তৃণমূল কংগ্রেসের সবাই চোর। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে একতরফা বলা হচ্ছে। সুযোগ পেলেই অপমান করা হচ্ছে।