তরুণ মুখোপাধ্যায়, ৬ আগস্ট:- কোন্নগর কানাইপুরের ভূমিপুত্র স্নেহাশীষ চক্রবর্তী রাজ্যের পরিবহন মন্ত্রী রূপে শপথ নেওয়ায় খুশি কানাইপুর পঞ্চায়েত এলাকার মানুষেরা। আজ বিকালে স্নেহাসিস চক্রবর্তীকে কানাইপুর পঞ্চায়েতের পক্ষ পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের উদ্যোগে নাগরিক সংবর্ধনা দেওয়া হলো। এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে চাপদানির বিধায়ক অরিন্দম গুইন এবং উত্তরপাড়া বিধায়ক কাঞ্চন মল্লিককে ও সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন গত দুদিন হল আমি নতুন পরিবহনমন্ত্রী দায়িত্ব নিয়েছি। ইতিমধ্যই আমি আমার দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি এবং রাজ্যের পরিবহন ব্যবস্থা যাতে আরো উন্নত হয় তার জন্য আমার চেষ্টা থাকবে। এবং আমরা বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছ থেকে নানা অভিযোগ পাই। তাতে মানুষ অভিযোগ করে আমাদের বিভিন্ন জেলায় যে রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটিগুলি রয়েছে তার বিরুদ্ধে। আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই যাতে স্বচ্ছ ভাবে সেগুলি চলে তার জন্য আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করার চিন্তা ভাবনা করছি। এবং সেই গ্রুপে রাজ্যের যে কোন মানুষ তাদের তাদের গাড়ির রেজিস্ট্রেশন ট্যাক্স সহ অন্যান্য যে বিষয়গুলি আছে সেগুলি যাতে সহজভাবে পরিষেবা পান তার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে।
যদি মানুষের কাছ থেকে কোন নিদিষ্ট অভিযোগ পাই তাহলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। এর সঙ্গে সঙ্গে তিনি বলেন এ রাজ্যের বহু বেকার যুবক টোটো অটো চালিয়ে জীবন নির্বাহ করছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই নিয়ে নিজেদের মধ্যে অশান্তি ঝামেলা হচ্ছে। আমার চেষ্টা থাকবে এদের নিয়ে বসে যাতে সুষ্ঠুভাবে এই পরিবহন ব্যবস্থা মানুষের সেবায় আসতে পারে সেই বিষয়টাও আমি দেখব। আজকে এই অনুষ্ঠানের মুখ্য আয়োজক কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছা লাল যাদব বলেন আজ আমাদের খুব গর্বের দিন, কারণ এই পঞ্চায়েত এলাকার ভূমিপুত্র হচ্ছেন স্নেহাশিসবাবু তিনি। এখান থেকেই বড় হয়েছেন এখান থেকেই তার রাজনীতি করেছেন আমরা আশা করব তিনি পরিবহন মন্ত্রী হিসেবে তার সুষ্ঠু-প্রশাসনিক দক্ষতায় রাজ্যের পরিবহন ব্যবস্থাকে আরও বেশি গতিশীল করা যায় সেই চেষ্টা তিনি করবেন। এদিন কানাইপুর হাইস্কুল থেকে কানাইপুর পঞ্চায়েত অফিস পর্যন্ত শোভাযাত্রা করে স্নেহাসিস চক্রবর্তীকে অনুষ্ঠানস্থলে আনা হয়। আজকের অনুষ্ঠানে অন্যানদের উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং উত্তর পাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব শ্রীরামপুর পৌরসভার পুরপ্রধান গিরিধারী সাহা এবং বৈদ্যবাটি পৌরসভার পুর প্রধান সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।