এই মুহূর্তে কলকাতা

রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি ঘোষণা সরকারের।

কলকাতা, ৫ আগস্ট:- আগামী ১১ অগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। শুক্রবার অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে এই ছুটির কথা ঘোষণা করেছে।

এদিন নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আগামী ১১ অগস্ট রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত দফতরে ছুটি দেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ থাকবে সরকারি ও সরকারি সহায়তা প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।