কলকাতা, ৪ আগস্ট:- নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ চার দিনের সফরে দিল্লি যাচ্ছেন। নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠক ছাড়াও চার দিনের দিল্লি সফরে একাধিক কর্মসূচি থাকছে মুখ্যমন্ত্রীর। নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।এছাড়া দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী এবং কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে তাঁর বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। প্রশাসনিক সূত্রে খবর আজ বিকেল ৫ টায় দিল্লি পৌঁছবেন মুখ্যমন্ত্রী।
সেখান থেকে তিনি সুখেন্দুশেখর রায়ের বাসভবনে তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা। তিনিও আজ মুখ্যমন্ত্রীর সঙ্গেই দিল্লি যাচ্ছেন বলে জানা গেছে। আগামীকাল তৃণমূল কংগ্রেস নেত্রী সংসদের সেন্ট্রাল হলে যেতে পারেন। মমতা ব্যানার্জির দিল্লি সফরের সময়েই উপরাষ্ট্রপতি নির্বাচন। বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকে সমর্থনের বিষয়ে তৃণমূলের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সেই জায়গায় দাঁড়িয়ে মমতার দিল্লি সফর ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছে রাজনৈতিক মহল।