জেলা এই মুহূর্তে

ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সাফল্য পেল সিঙ্গুরের নেহা।

হুগলি, ৪ আগস্ট:- থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সাফল্য পেল সিঙ্গুরের বেড়াবেরি গ্রামের মেয়ে নেহা বাগ। মঙ্গলবার বিকালে কামারকুন্ডু স্টেশন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে গ্রামবাসীরা বাড়ি নিয়ে আসে নেহা কে। কৃষক পরিবারের মেয়ে নেহা চার বছর বয়স থেকে যোগাসন শুরু করে। এরপর জাতীয় স্তর থেকে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেছে নেহা। বাবা অমর বাগ ও মা বিজলি বাগ সিঙ্গুর জমি আন্দোলনের প্রথম সারিতে ছিল। পরিবারের আর্থিক অনটনের মধ্যেও নেহা কঠোর অনুশীলন করে রাজ্যের মুখ উজ্জল করায় খুশি সকলেই।

নেপাল, চীন, ভিয়েতনাম, মালয়েশিয়া সহ মোট ১০ টি দেশ অংশগ্রহণ করেছিলো এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে। ভারতের হয়ে অংশগ্রহণ করে সিঙ্গুরের নেহা বাগ ও বর্ধমানের রামিশা দফাদার। তার মধ্যে আর্টিস্টিক যোগা ও ট্র্যাডিশনাল যোগা এই দুটি বিভাগে নেহা দুটি সোনা ও দুটি রুপোর পদক লাভ করে। ইতিমধ্যে ২০২৩ সালে দুবাই এ অনুষ্ঠিত হতে চলেছে ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে নেহা। নেহার পারফরম্যান্স এর খবর পেয়ে মন্ত্রী বেচারাম মান্না গ্রামের বাড়িতে এসে সংবর্ধনা দিয়েছে।