এই মুহূর্তে জেলা

আগামী দিনে বেসরকারিকরণের পথে পোস্ট অফিসও ? হাওড়া জিপিও এর সামনে প্রতিবাদ বিক্ষোভ।

হাওড়া, ২ আগস্ট:- পোষ্ট অফিসকে বেসরকারিকরণ করা চলবে না এই দাবি তুলে মঙ্গলবার হাওড়া জিপিও এর সামনে বিক্ষোভ দেখালেন আইএনটিটিইউসি’র কর্মীরা। তাদের দাবি, রেজিস্ট্রি পোস্ট আর স্পিড পোস্টকে একত্রে মেলানোর যে চেষ্টা চলছে এতে সাধারণ মানুষের অসুবিধা হবে। অর্থাৎ রেজিষ্ট্রি পোস্ট ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে আগামী দিনে। এতে বহু গুরুত্বপূর্ণ নথি সাধারণ মানুষের হাতে চলে যাবে।

পোষ্টাল সেভিংসকে বেসরকারীকরণ করলে অবসরপ্রাপ্ত ব‍্যক্তিরা বা যে সমস্ত গরিব মানুষ পোস্ট অফিসে টাকা রাখেন তারা প্রত‍্যেকেই বিপদে পড়বেন। তাই হাওড়া পোস্ট অফিসে তৃণমূল ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এদিন এক স্মারকলিপি জমা দেওয়া হয়। দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন আন্দোলনকারীরা।