এই মুহূর্তে জেলা

ভাঙাচোরা রাস্তার খেসারত দিতে হলো স্কুল ছাত্রীকে, দুর্ঘটনায় কেড়ে নিলো ছাত্রীর প্রাণ।

হাওড়া, ৩০ জুলাই:- ভাঙাচোরা রাস্তার খেসারতে প্রাণ গেল স্কুল ফেরত ছাত্রীর। বেহাল রাস্তার জেরে লরির তলায় পিষ্ট হয়ে ওই ছাত্রীর মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে শনিবার সকালে হাওড়ার লিলুয়া থানা এলাকায়। জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় ওই ছাত্রীর। পুলিশ সূত্রে খবর, মৃতা ছাত্রীর নাম লক্ষ্মী তুরি (১৩)। লিলুয়ার সহায়িকা গার্লস স্কুলের ছাত্রী ছিল সে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাস্তার গর্ত থেকে লরির চাকা বাঁচাতে গিয়ে ওই লরির চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই নাবালিকা ছাত্রীর। এরপরই এলাকার স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। লরিটি ভাঙচুর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে লরি ছেড়ে পালিয়ে যায় লরি চালক ও খালাসি। উন্মত্ত জনতাকে শান্ত করতে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ নামানো হয়। এখনও উত্তেজনা রয়েছে গোটা এলাকায়।