হাওড়া, ২৫ জুলাই:- অর্পিতার মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ইডির তল্লাশিতে নোট উদ্ধার-কান্ডে এবার মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে বিজেপির পোস্টার ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। হাওড়ার বালিতে দলের হোয়াটস অ্যাপ গ্রুপে কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল বিধায়কের স্পষ্ট নির্দেশ, নেত্রীকে অপমান ও কুৎসা করা এরকম পোস্টার দেখলেই তা ছিঁড়ে খুলে দিন। বালির তৃণমূল বিধায়ক তথা বিশিষ্ট শিশু চিকিৎসক রানা চট্টোপাধ্যায়ের এই নির্দেশ নিয়ে বিধায়ককে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
বিজেপির বক্তব্য, দেশে গণতন্ত্র আছে। এখানে মানুষের অভিব্যক্তির স্বাধীনতা আছে। আপনারা এতদিন নেত্রীর সততার প্রতীক দিয়ে হোর্ডিং লাগালেন কে তা ছিঁড়ে দিলো? আজকে যখন কোটি কোটি টাকা লুট করা হয়েছে, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা হয়েছে, কেলেঙ্কারি হয়েছে তার দায় তো বাংলার মুখ্যমন্ত্রীকে নিতেই হবে। তাই পোস্টার দেওয়া হয়েছে। এই নির্দেশ দিয়ে আসলে বালির বিধায়ক কর্মীদের উস্কানি দিচ্ছেন। এই নিয়ে কোথাও বিশৃঙ্খলা হলে বিজেপি ওনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে।