এই মুহূর্তে জেলা

২২-এর ২১লাভজনক, ন্যায্য ভাড়া দিচ্ছে তৃণমূল, টোটোর জমানায় একদিনের হাসি বাস মালিকদের।

সুদীপ দাস, ২০ জুলাই:- বিগত কয়েক দশকে বিভিন্ন রাজনৈতিক দলকে সরকারে দেখেছি। কিন্তু এই প্রথম বাস মালিকদের ভাড়া অন্তত ন্যায্য দিচ্ছে তৃণমূল কংগ্রেস। দাবী হুগলী-জেলা বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত ভৌমিকের। আগামীকাল শহিদ সমাবেশে তৃণমূলের ধর্মতলা চলো কর্মসুচি রয়েছে। সেই কর্মসূচিতে যাওয়ার জন্য গত সপ্তাহ খানেক আগেও জেলার সমস্ত বাস বায়না করে নিয়েছিল তৃণমূল।

কিন্তু গতকাল দুপুরে শেষ মুহুর্তে ৪০শতাংশ বাস রেখে বাকি বাস ছেড়ে দেয় তৃণমূল। যদিও হুগলী জেলা বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত ভৌমিক বলেন তৃণমূলের ভাড়ায় সব বাস ধর্মতলা গেলেই ভালো হতো। কারন পথে বাস বেড়িয়ে লাভ হয় না। মানুষ এখন টোটোতেই চাপতে ভালোবাসে। তৃণমূল এবছর ন্যায্য বাস ভাড়াটা দিচ্ছে। যে কটা বাস ধর্মতলা যাচ্ছে তাঁদের মালিকের পকেটে কিছু টাকা থাকবে। কিন্তু রুটে বাস বের করে লাভ নেই।