এই মুহূর্তে জেলা

ধনখড় সরতেই প্রসূনের প্রতিক্রিয়া “ঘরে বসে কালীপুজো করব”।


হাওড়া, ১৯ জুলাই:- দীর্ঘ কয়েক বছর ধরে হাওড়া ও বালির পুরভোট থমকে রয়েছে। বিলে সই না করে রাজ্যপালের অনড় মনোভাবের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। তাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল বদল হতেই এই খুশিতে বাড়িতে বসে কালীপুজো করবেন বলে মন্তব্য করলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়।

সোমবার রাতে হাওড়ায় এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। জগদীপ ধনখড়কে রাজ্যপাল নয়, বিজেপি নেতা বলেও কটাক্ষ করেন তিনি।