এই মুহূর্তে জেলা

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু রাজ্য পুলিশের ডি,এস,পি সহ এক সিভিকের।

পূর্ব বর্ধমান, ১৯ জুলাই:- পূর্ব বর্ধমান দূর্গাপুর হাইওয়েজের ২নং জাতীয় সড়কে মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হল রাজ্য পুলিশের ডি এস পি( সি.আই.ডি) সহ একজন সিভিকের। আহত গাড়ির ড্রাইভার। ঘটনা টি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার আঝাপুরে জাতীয় সড়কের রোয়েল হোটেলের সামনে। মঙ্গলবার বেলায় অফিসের বিশেষ কাজে গাড়ি করে কলকাতায় যাচ্ছিলেন ডি এস পি (সি.আই.ডি) আধিকারিক প্রশান্ত নন্দী। জামালপুরের আঝাপুরে কাছে হঠাৎই একটি কন্টেনার চলে আসায় পুলিশের গাড়ি টি নিয়ন্ত্রণ হারিয়ে ওই কন্টেনারে ধাক্কা মারে। এই ঘটনায় গাড়িতে থাকা ডি.এস.পি( সি আই ডি) প্রশান্ত নন্দী, সিভিক ভলেন্টিয়ার সন্তোষ সরকার ও গাড়ির ড্রাইভার শুভঙ্কর মাঝী গুরুতর আহত হন। দূর্ঘটনার খবর পেয়ে জামালপুর থানার পুলিশ আহতদের নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে চিকিৎসার জন্য।

হাসপাতালের চিকিৎসকেরা ডি.এস.পি সহ সিভিক ভলেন্টিয়ারকে মৃত বলে ঘোষণা করে এবং গাড়ির ড্রাইভারের অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানাগেছে। এই খবর পাওয়া মাত্রই হাসপাতালে আসেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশিষ সেন সহ অন্যান্য আধিকারিকরা।পুলিশের আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়েছিলেন।এবং পরিদর্শন করার পর জানান।যে ভাবে এই দূর্গাপুর হাইওয়েজের রাস্তার ধারে অবৈধ ভাবে ট্রাক গুলি দাঁড়িয়ে থাকে তাতে নজর রাখার প্রয়োজন মনেই করেন না।দুর্গাপুর হাইওয়েজের(এন এইচ আই)এর কতৃপক্ষ।আমরা অনেক বার তাদের চিঠি দিয়ে জানিয়েছি।এছাড়াও রাস্তার উপর ব্যাপক গর্তে ভড়া তার জন্যও চিঠি দেওয়া হয়েছিল।তারও কোন কর্নপাত করেন না।উপায় না পেয়ে আমাদের হুগলির গ্রামীণ পুলিশের ও পূর্ব বর্ধমানের বিভিন্ন থানার ওসিরা তাদের পুলিশের কর্মীদের সাহায্যে গর্ত গুলি বোঝানোর চেষ্টা করেন।