হাওড়া, ১৮ জুলাই:- শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব ঠাকুরের পুজো দেওয়ার জন্য পাড়ার অন্য কিছু যুবকের সঙ্গে কলকাতার আহিরীটোলা ঘাটে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। সমীর রাজপুত (১৭) নামের ওই কিশোর হাওড়ার জগাছা থানা এলাকার ব্রজনাথ লাহিড়ি লেনের শ্রমিক কলোনীর বাসিন্দা।
ওই কিশোর হাওড়া ময়দানের একটি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। তাঁর বাবা শিবাজি রাজপুত ব্রজনাথ লাহিড়ি লেনেরই একটি কারখানায় কাজ করেন। যে কারখানায় কাজ করেন শিবাজিবাবু সেই কারখানারই দেওয়া একটি ঘরে একমাত্র সন্তান সমীর ও তাঁর স্ত্রীকে নিয়ে থাকেন। এদিন হাওড়ার বাড়িতে খবর পৌঁছানো মাত্র কান্নায় ভেঙে পড়েন কিশোরের পরিবার।








