এই মুহূর্তে জেলা

আর্থিক তছরূপের অভিযোগে তৃণমূলের প্রাক্তন পৌরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের বর্তমান পৌর প্রধানের।

হুগলি, ১৮ জুলাই:- বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান অরিজিতা শীল ও ইঞ্জিনিয়ার সম্রাট তালুকদারের বিরুদ্ধে সোমবার মগরা থানায় কোটি কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগ দায়ের করলেন পুরসভার বর্তমান চেয়ারম্যান আদিত্য নিয়োগী। অভিযোগ বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে। আর্থিক দুর্নীতির এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাঁশবেড়িয়া পুরসভায় পৌরসভা সূত্রে জানা যায় বাড়ি বাড়ি জল সরবরাহ করার জন্য আমরুত প্রকল্পে ব্যাপক আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রাক্তন পুরপ্রধান অরিজিতা শীল ও প্রকল্পের ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার সম্রাট তালুকদারের নাম।

বর্তমান পুরবোর্ড তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু করতেই প্রকাশ্যে চলে আসে দুর্নীতি। দেখা যায় সরকারি প্রকল্পে একই কাজের জন্য একই ব্যক্তিকে দুই বার টেন্ডার দেওয়ার পাশাপাশি দুই বার ওয়ার্ক অর্ডার দিয়েছে পুরসভা। অভিযোগ এই দুর্নীতির পিছনে হাত রয়েছে অরিজিতা শীল ও সম্রাট তালুকদারের। পাশাপাশি এক বছরে ভাড়া গাড়ি বাবদ ছয় লক্ষ টাকা টিএ বিল পেশ করেছেন অভিযুক্ত সম্রাট তালুকদার। আর তাতে অনুমোদন দিয়েছেন অরিজিতা শীল। এখনো পর্যন্ত তদন্ত কমিটি কোটি টাকার উপর আর্থিক তছরূপের প্রমাণ হাতেনাতে পেয়েছেন। জানা যায় অডিট হলে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি প্রকাশ্যে চলে আসবে। পুরসভার পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সোমবার চেয়ারম্যান আদিত্য নিয়োগী মগরা থানায় একটি আর্থিক দুর্নীতির অভিযোগ দায়ের করেছেন।