এই মুহূর্তে জেলা

আসামাজিক কার্যকলাপের প্রতিবাদ, বেধরক মারধর পঞ্চায়েত সদস্যকে।

সুদীপ দাস, ১৮ জুলাই:- অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে বেধরক মারধরের অভিযোগ উঠলো দুষ্কৃতিদের বিরুদ্ধে। রবিবার গভীর রাত সাড়ে এগারোটা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার সিংহিবাগান এলাকায়। কোদালিয়া ১নম্বর গ্রান পঞ্চায়েতের অন্তর্গত ওই এলাকার পঞ্চায়েত সদস্য বিজেপির অজয় মোহান্তি(কার্তিক)। কার্তিকবাবু এলাকায় বরাবরই সমাজসেবক ও প্রতিবাদী হিসাবে পরিচিত। কার্তিকের প্রতিরোধে পরে এলাকায় মদ-জুয়ার আড্ডা অনেকটাই কমেছে। তবে এলাকার কিছু অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত ব্যাক্তিরা কার্তিকের কথায় কর্ণপাত করছিল না। গতকাল সন্ধ্যায় সিংহিবাগানে একটি মন্দিরের সামনে মদ-জুয়ার আসর চলছিল। কার্তিক সেখানে গিয়ে আসর তুলে নিতে বাধ্য করে।

এরপর এক প্রতিবেশীর অসুস্থতার খবর আসায় কার্তিক সেখানে চলে যায়। রাত সাড়ে এগারোটা নাগাদ বাইকে করে বাড়ি ফেরার সময় ওই মন্দিরের কাছেই কার্তিককে বাঁশ দিয়ে সজোরে আঘাত করে। ঘটনায় গাড়ি থেকে পরে যান কার্তিক। দুঃষ্কৃতিদের মধ্যে এলাকার ছোটন বাগকে চিনতে পারে কার্তিক। তবে ছোটনের সাথে যারা ছিল অন্ধকারে তাঁদেরকে চিনতে পারেনি কার্তিক। পরে কার্তিক নিজেই রক্তাক্ত অবস্থায় পাশে ছোটন বাগের বাড়িতে যায়। সেখানে ছোটনের দাদা বাপন বাগ ও আরও এক স্থানীয় যুবকের সহযোগীতায় কার্তিককে চুঁচুড়া হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। কার্তিকের কপালে সেলাই পরেছে। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন কার্তিক। কার্তিককে দেখতে আজ স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা হাসপাতালে আসেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত কার্তিককে আটক করেছে। বাকিদের খোঁজে তল্লাশী চলছে।