এই মুহূর্তে জেলা

প্রায় আড়াই কোটির সোনা উদ্ধার হাওড়া স্টেশন থেকে।

হাওড়া, ১৭ জুলাই:- হাওড়া স্টেশন থেকে আড়াই কোটিরও বেশি অর্থমূল্যের সোনা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে এক রেলযাত্রীকে। আরপিএফের তরফ থেকে সমস্ত সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গেছে, শনিবার সন্ধ্যা নাগাদ ডাউন শ্রী সত্য প্রশান্তি নিলায়ম এক্সপ্রেস হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে এসে পৌঁছায়। ট্রলি ব্যাগ নিয়ে এক যাত্রীকে সন্দেহজনকভাবে প্লাটফর্ম দিয়ে বেরতে দেখে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন আরপিএফ জওয়ানরা। ধৃতের ব্যাগ তল্লাশি করলে ৫ কিলো ১৩৫ গ্রাম সোনা হয়। যার বাজার মূল্য ২ কোটি ৬২ লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকা।

এছাড়াও তাঁর কাছ থেকে নগদে ৪৭,০০০ টাকা উদ্ধার হয়। ললিত কুমার (৫৭) নামে ওই ব্যক্তি এই সোনার কোনও প্রমাণ দাখিল করতে না পারায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন আরপিএফ আধিকারিকরা। প্রাথমিক তদন্তে আরপিএফ সূত্রে জানা গেছে, ললিত কুমার নামে ওই ব্যক্তি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা। তাঁর কলকাতাতেও সোনার দোকান রয়েছে। ওড়িশার ভুবনেশ্বরের দুটি বড় সোনার দোকানের মালিকের কাছ থেকে সোনার অর্ডার পেয়ে দক্ষিণ ভারত থেকে সোনা নিয়ে তিনি প্রথমে ভুবনেশ্বরে যান। কিন্তু দুই দোকানদার অর্ডার বাতিল করায় তিনি ওই সোনা নিয়ে কলকাতায় ফেরার পথে হাওড়া স্টেশনে ধরা পড়েন। জিজ্ঞাসাবাদ চলছে।