সুদীপ দাস, ১৬ জুলাই:- কৃষ ও কীর্তনের খোঁজে থানায় অবস্থান দুই পরিবারের সহ প্রতিবেশীর। গত ৩০শে জুন থেকে নিখোঁজ ব্যান্ডেলের সাহাগঞ্জ ডানলপ এলাকার দুই বন্ধু কৃষ মিশ্র ও কীর্তন প্রসাদ গুপ্ত। দুজনেই এবছর দুটি বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুল থেকে মাধ্যমিক দিয়েছে। গত ৩০শে জুন স্থানীয় মাঠে খেলার নাম করে বাড়ি থেকে বের হয় দুই বন্ধু। তারপর থেকে আর ঘরে ফেরেনি তাঁরা। এরপর থেকে বহু খোঁজাখুজি হয়েছে। চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে কিন্তু তাঁদের কোন খোঁজ পাওয়া যায়নি। পুলিশ তদন্তে নেমে ব্যান্ডেল স্টেশনের সিসিটিভি ফুটেজে নিখোঁজের দিন দুপুর ব্যান্ডেল থেকে ৩টে ৩৫এর ডাউন হাওড়া লোকালে দুজনকে চাপতে দেখে।
সেই ট্রেন থেকেই হাওড়া স্টেশনের সিসিটিভি ফুটেজে কৃষ ও কীর্তনকে নামতে দেখে। কিন্তু তারপর পুলিশ আর বছর ১৬-র দুই কিশোরের কোন খোঁজ পায়নি। টানা ১৬দিন হয়ে গেলেও কোন খোঁজ না মেলায় এদিন চুঁচুড়া থানার সামনে অবস্থান শুরু করে কৃষ ও কীর্তনের পরিবার সহ প্রতিবেশীরা। শনিবার চুঁচুড়ার ঘড়ির মোড় থেকে তাঁরা মিছিল করে থানায় এসে উপস্থিত হন। সেখানে কৃষ ও কীর্তনের ছবি সহ দুজনকে খুঁজে দেওয়ার অনুরোধ সম্বলিত পোষ্টার হাতে অবস্থান শুরু করে। এদিন চুঁচুড়া থানায় আসেন এসিপি সদর মৌমিতা দাস ঘোষ। দুই কিশোরের বাবা-মায়ের সাথে ঘন্টাখানেকের বেশী সময় কথা বলেন এসিপি সদর। পুলিশ কর্তা তাঁদের আশ্বস্ত করেন।