এই মুহূর্তে জেলা

একক ব্যবহার্য প্লাস্টিক দ্রব্য বর্জনের ডাক দিয়ে হাওড়ায় মিছিলে হাঁটলেন মন্ত্রী অরূপ।

হাওড়া, ১৫ জুলাই:- রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা মেনে একক ব‍্যবহারযোগ‍্য প্লাস্টিক দ্রব্য নিষিদ্ধ হয়েছে হাওড়া পুরসভা এলাকাতেও। প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করতে বিভিন্ন বাজারে অভিযানও শুরু হয়েছে। এবার একক ব‍্যবহারযোগ‍্য প্লাস্টিক দ্রব্য বর্জনের ডাক দিয়ে হাওড়ায় এক সচেতনতা র‍্যালি করা হলো পুরসভার তরফ থেকে। শুক্রবার সকালে হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামের সামনে থেকে এর সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, মানুষকে বার বার সতর্ক করার পরেও অনেকেরই হুঁশ ফেরেনি। এই প্লাস্টিক দ্রব্য ব‍্যবহারের ফলে শহরের সমস্ত জল নিকাশির রাস্তাগুলি বন্ধ হয়ে যাচ্ছে।

ফলে একটু বৃষ্টিতেই হাওড়া শহরের অধিকাংশ জায়গা জলের তলায় চলে যাচ্ছে। তাই আমরা হাওড়া পুরসভার উদ‍্যোগে হাওড়ার ৩০টি স্কুলের প্রায় ১,৫০০ ছাত্র ছাত্রীদের নিয়ে হাওড়া শৈলেন মান্না স্টেডিয়াম থেকে এক পদযাত্রার আয়োজন করেছি। শুক্রবার সকাল ১১টা নাগাদ শৈলেন মান্না স্টেডিয়াম থেকে এই পদযাত্রা শুরু হয়। এই পদযাত্রায় হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার প্রভীন ত্রিপাঠী, পুরসভার পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী, পুর কমিশনার ধবল জৈন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। এই র‍্যালি বিভিন্ন পথ পরিক্রমা করে মল্লিক ফটক হয়ে সন্ধ‍্যাবাজারে গিয়ে শেষ হয়।